সাতে পাঁচে কবিতায় আমি কৌশিক
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
বিষাদ – সময়
অযাচিত কথারা ফুরায়,
অসময়ে শীত শীত ঘুম,
ভাবনার অবকাশ কম-
অসুস্থ পৃথিবীর মরশুম।
শ্বাসরোধ নাগরিক জীবনে,
কফিনেতে মানুষের বাস,
বিটোফেনে বিষাদের সুর–
একটানা ঢেউ বারোমাস।
পরিবার পরিজন হারা-
জল তবু নেই কারো চোখে,
ভাসমান শবদেহ তরী!
সারি সারি গঙ্গার বুকে।
অব্যক্ত প্যাস্টেল তুলিতে,
পলে পলে ফুটে ওঠে ছবি,
রোদমাখা অশক্ত সময়ে–
যন্ত্রনা লিখে চলে কবি।
তবুও তো কাছে কাছে থাকা,
মানুষ সমীপে আসা যায়,
অস্থির জীবনের পাশে,
ভরসার বাকিটা সময়।