কবিতায় অর্পিতা কুন্ডু

বালুকাবেলায়
বালুকাবেলায় সঞ্চয় করেছি তোমায় নিভৃতে..
.মেঘ বলে একমুঠো রোদ্দুর ছিটিয়ে দেবে আমার গায়ে
নিরালায় একান্তে…অথবা ঝুল বারান্দার কোণে নিশ্চুপ একটি বিলাসী ফুল হয়ে..
বৈশাখী রাতে একফালি চাঁদ যখন রাত্রি যাপন করে
আমি মেঘের বুকে আঁকতে থাকি তোমার অবয়ব…
নিশ্চল মেঘ কিংবা চিত্রল রূপে খুঁজে ফিরি…
দু একটা হাসনুহানায় বিস্তৃত হই….
কথারা কেমন হাত ধরে নেয়
তোমার অবয়বে মিলিয়ে যেতে ইচ্ছে করে।
রং তুলি নিয়ে ছবিদের রঙিন করি না সঙ্গী করি কে জানে …
মেঘেরা জলছবি রঙে বিলীন আমার চেতনায়
আমি বসে থাকি বালুকাবেলায়….