কবিতায় পদ্মা-যমুনা তে আহমেত কামাল

মনখারাপ -৪
ঘুমাব। অথচ কোথাও ঘুমের চোখ
খুঁজে পাচ্ছি না।
হারুন,তুমি কী দেখবে ভাই – আমার
চোখজোড়া কোথায়।
বাহিরে নীল নীল বৃষ্টি,,,ঠিক বৃষ্টি নয় আকাশ ফাঁটা মদ!
মদ মাখা তরুণী
নদীর ঘ্রাণ পাচ্ছি,,,,
বন্ধু তুমি কী আমায় টেনেহেচরে নিয়ে যাবে নরম ওই
নদীর কাছে।
বড্ড ইচ্ছে আমার, নদীর ভেতর নাক ডুবিয়ে লিখব
৩ টুকরো
লাল গদ্যের কবিতা।