কবিতায় পদ্মা-যমুনা তে আবু জাফর সিকদার
by
·
Published
· Updated
চোখের ভেতর চোখ
বৈশাখি ঝড়ের তাণ্ডবে
বাইশ হাত লাফে ছুটে যায়
একচক্ষু হরিণ।
চারদিকে কত না রঙরস
বেজন্মা গুলিতে ঝাঁঝরা হয়
বেওয়ারিশ পাঁজর।
‘প্রেমাংশুর রক্ত চাই ‘
বলেছিল একদা কবি।
দেখো কবি,গড়িয়ে যাচ্ছে রক্তনদী
ঝর্নার কলতানে ফুলের সুবাস
লোনা জলের উথাল পাথাল সাগর
অশ্রুবিহীন চোখের ভেতর
ভাসে কেবল, জ্বলজ্বলে আঁধারে
রক্তখেকো হায়নার অজস্র চোখ।