কবিতায় পদ্মা-যমুনা তে আয়শা জাহান নূপুর

অক্ষরগুলো কবিতার
আমাদের কোথাও দেখা হবে একদিন।
অজান্তে ফুটে থাকা বুনোফুল,
প্রগাঢ় গন্ধ ছড়াবে সেদিন মাতাল হাওয়ায়।
থেমে থাকা বৃষ্টিও একদিন ঝড় হবে, দেখে নিও।
মেঘদল উড়ে যাবে এক পাল গলিত জোছনায়।
বিছানায় পরে থাকা ছিপছিপে জ্যামিতিক রেখা,
জানালায় এঁকে দিবে বিমূর্ত সময়।
সব পাখি এক হয়ে সুর হবে,
সব নদী এক হয়ে জল হবে,
সব প্রেম এক হয়ে তুমি হবে।
আমাদের একদিন কোথাও দেখা হবে, নিশ্চয়ই।
শুধু তুমি তৈরি রেখো, তুমি শুধু তৈরি থেকো।
পরিব্যাপ্ত পৃথিবীর দেহের গভীরে,
একান্তে,আমাদের উচ্চারিত
প্রথম কথাটাই শুধু সেদিন শোনা হবে।
সেদিন মাঠ হয়ে যাবে উদ্যান।
দৃষ্টি হয়ে যাবে আহবান।
শ্লোগান হবে নির্বাচিত কবিতা।
বিশ্বাস কর, এমনটাই হবে, একদিন।
সেদিন বুলেটের বিনিময়ে কেনা হবে একটি অস্ফুট গোলাপ।
সেদিন সাদা ভাতের মতো জোছনায় ভরে যাবে মানবিক উঠোন।
রাজনীতি, প্রেম, সব এক হয়ে রাজপথে হবে জনস্রোত।
কবিতায় নেমে এলে শাহবাগ, আমাদের তখনই দেখা হোক।