।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় অনুশ্রী
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
সৃষ্টিকথা – ১
স্বপ্ন রঙের মেয়ে আঁচল ভরা মেঘ
নাভির অতল উল্টানো মহাদেশ
কাজল পথে শব্দ কুড়ায় কবি
বিরাট আকাশ ছুঁয়ে যায় গা-মাটি ।
আলগা হলে মুঠো, বয়ে যায় নদীপথ
আদিমতম গর্ভে তার সৃষ্টির কলরব
আশ্রয় নাম আকাশগঙ্গা খোঁপার
কালপুরুষ তার শিকার ছেড়ে এসে
পাশ ফিরে শোয় মগ্ন শিশুর বেশে।
সৃষ্টিকথা – ২
পৃথিবীর পথে হেঁটে যাই
অপেক্ষা- একটা গলে যাওয়া চাঁদ
মাটি ছোঁয়া আঁচল নাকি চুল
বয়ে নিয়ে চলে এক একটা যাপন।
হেঁটে চলি। পৌঁছে যাই।
এ শরীর প্রেমভূমি
অন্ধকার- সে এক জন্মকথা
দৃশ্যহীন ঘ্রাণহীন ভ্রূণেদের।
অঘোরপন্থী প্রেমিক গেয়ে চলেছে আবহ সঙ্গীত
টান পড়েছে সৃষ্টিযন্ত্রের তারে
সৃষ্টি – সে তো নারী
স্তনের বৃন্তে মহাবিশ্ব সংসার ।