কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জল

সৃষ্টির রহস্যের সঙ্গে তুমি
কষ্টে আছে উজ্জ্বল, জবাবদেয়
সূর্য স্নান
ভালো লাগে কথোপকথন,
চিত্র রূপে মায়াবী মুখ,
কিন্তু তোমার
শব্দের চিরচেনা সুর,
যেন অনেক দিবস সুরের সঙ্গে
কথার রূপ।
এমনই বুনিয়াদি রূপে
রহস্যের সঙ্গে যুক্ত তুমি,
কি ব্যাপার হলো অম্লান বানী,
আজ-ও ভালো লাগার
অপুর্ব কথা;
বলতে চাই সদাসর্বদাই
ঝিনুকের মাঝে মুক্তা সদৃশ্য
হৃদয়ে রঙে তেমনি তুমি।
এখনো বহু কথা বলতে গেলে,
গোলমেলে হই, তোমার
মায়ামুক্তির অদৃশ্য হৃদয়ে!
ভালোবাসার সৃজনশীলতায়
বিস্তৃত অবয়ব প্রকৃতি তুমি ;
কিন্তু কোথায় শূন্য স্থান!
হয়তোবা হৃদয়ের ঘরে,
সৃষ্টি সুখের উল্লাসে মোর ;
হস্তে হলো আলোকপ্রাপ্তি,
দিব্যরথে মোর আলিঙ্গণ
শূন্যতা ও প্রাপ্তিতে রেখা
অংকন <>
মায়াবী নয়নে কেঁদে ওঠে
আগমনী
ও বাস্তবতা আলোকে,
ক্রমশ বৈদিক যুগ
ধাবিত যাত্রী হয়ে সৃষ্টির
সোনালী সুর।
জীব আবির্ভূত উন্নাসিক
সতত,
প্রচেষ্টা থেকে প্রকাশিত কবিতা
তুমি যেন অনুপ্রেরণা।।