কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জ্বল (গুচ্ছ কবিতা)

শূন্য গ্লাস
শূন্য গ্লাস আমি,
না রুপ যৌবন, না অর্থ,
কোনটাই ছাড়া থাকে কোন
নারীর মোহ!
যতটা ব্যস্ত ভাবনার স্মারক
তারচেয়ে বেশী কাদামাটির
শরীরে ব্যথা
নিরাময়ের সুখ –
খুঁজে বেড়াই
অজানা অচেনা মানুষের মতোই।।।
অনেক মুহূর্ত আমি করেছি ক্ষয়
করে ফেলে বুঝছি সময়-
যদিও তুমি ফিরবে
আমার শূন্য খাঁচায়
বন্দী করে আটকানো
ইচ্ছা আর নেই।
পূবালী ছায়া
নাফিয়া নিতু!!!
তোমারও পূর্বে
হেঁটেছে কোন একজন,
দাঁড়িয়ে আছো তুমি যেথায়!
রাস্তাটি হয়তো এমন ছিলোনা
এখনকার মতো,
ছিলো বটে তবে
সবুজ দূর্বাঘাসে ওপরে
মখমলের দূর্বা-বাগানের
আবাস।
কোন কিশোর চেয়ে থাকতো
অবিরাম সকাল-সন্ধ্যা
রুপ রূপ লাবন্য উষর
কোন এক কিশোরী পদ্ম লক্ষ্মী
গ্রাম্যমৃগ রাস্তার ধারে।।
পার হ’য়ে গেল ছত্রিশ বছর
ঘুরে ফিরে তাকাবার অতীত
শ্রাবণ।।।