কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জ্বল

প্রজন্ম পরম্পরায়
কিশোরী মেয়ে – তুমি
ছায়া কেবল তাঁরার রাজ্যে
একফালি চাঁদ,
সাদৃশ্য লাল গোলাপ – ব্যাকুল
বসন্ত,
অপেক্ষা রঙিন প্রস্ফুটিত
মেলা!
অথবা –
সেন্টমার্টিন দ্বীপের স্বচ্ছ পানির
প্রবাল পাথর!
– তুমি ছোট্ট রুপোলী কবির,
কবিতা লিখার উপকরণ।
প্রজন্মের পরস্পরায়,
নব কলি উদ্যাম স্পর্শ,
কোন অজানা রহস্য
মায়াবী জাল,
ফুটন্ত চোখে বসন্তী আগমনী
বার্তা,
শতসহস্র শুভাকাঙ্ক্ষী – কিশোর,
উপন্যাস হবে তোমার রানীর
রাজ্যে।।
Thanks