কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জ্বল

মায়াদেবী জড়ো করে
হয়তোবা হৃদয়ে কাব্য
মৃত্যুর পরে রহিয়া যাবে,
কিংবা ক্ষনশ্বর মধুদের কথা
অপ্রকাশিত রয়ে যাবে,
হংসগমন অন্তমিলবিশিষ্ট
কোন এক সন্ধি
উগ্রতা নিয়ন্ত্রণে।।
হয়তো-বা চার চোখে
অন্ধ বিশ্বাস হলো
আলোকপ্রাপ্তিকে আলিঙ্গণ,
শূন্যতা রেখা অংকন
মহুয়া পালা করে
কিংবা ক্ষনশ্বর ইচ্ছাপত্র
মোহনার সংগমরত
পহেলা ফাগুনের
প্রথম হাওয়া।।
পলাশের রাঙা পাতা
সঙ্গে যুক্ত উত্তেজিত
হাসির প্লাবন,
হুটহাট ধরাশায়ী কিংবা
অন্য কোনো কথা,
ভিন্নভাবে নির্মিত রহস্য
অনুমান।।
মায়ামুক্তির অদৃশ্য অম্বিকা
শেষ হইয়া ও ছন্দময়,
জাগ্রত দেবী নয়তো চিহ্ন
মানবমস্তিকে উচ্ছ্বসিত হ্রদ।।
পালাক্রমে হয় হয় আবারো
মায়াদেবীই জড়ো করে
এ-ই বিশ্ব ভূবলয়।।