T3 || বিশ্ব কবিতা দিবস || সংখ্যায় আলতাফ হোসেন উজ্জল

উপকরণে তুমি
আমার স্বপ্নের কোনো পথিকের বেশে
তোমাকেই বলি বড্ড ভালোবাসি
তোমারই ইন্দ্রিয় নৃত্য,
যার পরনায় সক্রিয়
দেখবে আঁধারের নীল আমি!
শুভ্রতায় হেথায় রঙিন প্রচ্ছদে
ছিলে তুমি, এলে বইমেলাতে,
সল্ট লেকে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে,
নিজস্ব পরিধানে বরাবরই স্পষ্টভাব!
বর্ষার অঝোর রঙের ছোঁয়া
লাজুক ইন্দ্রিয়বিলাসী প্রিয়ভাষিণী
মনের ছন্দ,
আর ভালো থাক সীমাবদ্ধতার বাণী
মনপ্রাণের উঞ্চতা,
অথচ চলে গেলে
বহুপ্রশ্নের উত্তর না দিয়ে।
সাগরের পূর্ব ও পশ্চিম অবয়বে,
এয়ারলাইন্সের চিহ্নিত সহধর্মিণী প্রশান্তমহাসাগর দু’প্রান্তে ;
আমি উল্কার মতোই একটা ছবি
তোমার কাছে!
এখনো পূর্ব প্রেম নিবেদন করি
এযেন উপকরণে তুমি।