T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় আলতাফ হোসেন উজ্জ্বল

শুভ নববর্ষ বাঙালির ঘরে
রুপের রাজত্ব সাজিয়ে ঘরখানা
রাখো- রুপোলী ,
রূপের ভিতরে থাকে কখনো কালা,
মেকাপে তসরুপ হয়
কালো হয় সাদা 🐦
বৃষ্টি রবিরশ্মি বিকিরিত আলো
নিভৃতে কাঁদে!
সুখ শান্তি নিয়ে ভূবলয় ভূমি
উর্বর ঊষা তা পৌষের শিশির বিন্দু;
তোমার চিত্রশালায় চিন্ময়ী ম্রিয়মাণ
অসমাপ্ত আত্মজীবনী।
কেউবা নাট্য সম্প্রদায় প্রধান অতিথি,
নাটকের সংলাপ বহুপাক্ষিকতার
বদলে গেছে শুদ্ধস্বর
আর বিমূঢ় কথাকুঞ্জ!
অবিরাম চাটুয্যে মহাউৎসব
আকাশ-ছায়াপথে।
অচেনা তরুণ তরুণী স্থান কাল ভেদে ভালোবাসা ভিন্নতা ;
তবু মেঘমেদুর আছন্ন, রাষ্ট্রে প্রতিষ্ঠানে!
ঘুম আনন তোষামোদি মোহ তপ্ত অনুগত সমর্থক ;
“হে বৈশালী বৈশাখ বৈষম্য
মেঘমালা, সৃষ্টি করো ”
নববর্ষের নতুনত্ব মানবাধিকার
“শুভ নববর্ষ বাঙালির ঘরে “।।