কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জ্বল

আমার কল্পনার নীল পদ্ম
তোমার জন্য লিখিছি
মহাবিশ্ব অনাদি আদিভূত প্রেমের বসন্ত,
আমি একটি রাত্রি এনেছি-
মুখের অবয়ব শোভিত- মনোমুগ্ধকর
রঙিন শ্বেতপদ্ম
ঠোঁটের অদমিত স্মিত হাসি!
সখী, তুমি নেবেতো?
আমার কল্পনার নীলপদ্ম -তোমার
চোখের দৃষ্টি!
প্রিয়তমা, তোমার হাসির আলোতে
উজ্জ্বল হয়ে গেছে
প্রানের উৎসব চুল কি’বা অষ্টাদশ কিশোরী রূপ
উষর রাত্রির আঁধার তাঁড়াবো,
তোমার নাকের ঘাম ঝরা সৃষ্টি!!
এই দেহের অবকাঠামো
তাঁরা মেলার অনুভূতি!!
তোমার জন্য শত তারাদের -ডেকেছি এই আকাশে—-
তবে চাঁদকে ডাকিনি, কারণ চাঁদটা
তুমি,
চাঁদের আলোয় মায়ামৃগ হরিণী
চোখ ধাঁধানো সৌন্দর্যের
আমার হৃদয়ে তুমি কাব্য শহর!
আঙুলের আংটি চুমুতে প্রাণ সঞ্চিত- –
হৃদয় শান্তি সুঠাম নিতম্ব
আকৃষ্ট আমি ভজনগীত ঝরে যায় :
সেই প্রথম জীবনের উপমা।