কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জ্বল 

তোমার ঠোঁটে মধু

:সূর্যের অস্তিত্ব খুঁজে পেলে
:চাঁদ কি খুঁজে পাওয়া যায়!
:অদ্ভুত সব চিহ্ন সময় বলে দেয়
:কখন কার আবির্ভাব ঘটে।
: পাহাড় ডিঙিয়ে হ্রদ ঝর্না,
 :অসমাপ্ত প্রেমের বসন্ত শ্বাস প্রশ্বাস
: চোখের জল!জল নয়, ওটা বৃষ্টি!
 :কৌশলীও ঘোষণা রক্তের দাগ।।
: হৃদয় অনিরূদ্ধ ; এ কী, তোমার চোখ লাল!
: ওটা রক্ত নয়, দুঃখ।
: দুঃখ আবার কী?
 :জিনিস যেটা রক্তের মতো?
: ওটা দুঃখ নয়, হাত দিয়ে দ্যাখো বুকে।
: ওটা :একটা হৃদয় কম্পন :
  কী, তোমার হৃদয় কাঁপছে!
: ওটা কম্পন নয়।
: তাহলে ওটা কী?
: ওটা না-পাওয়ার যন্ত্রণা,
: হাহাকার, আমাকে জড়িয়ে ধরে দ্যাখো।
:ওটা তোমার জড়িয়ে ধরার ছায়া।
: এ কী, তোমার শরীর শীতল কেন?
: ওটা বরফ নয়,
 :আমার কপালে তাকিয়ে দ্যাখো।
: এ কী, তুমি ঘেমেছ!
: ওটা শিশির নয়, আমার হাতে স্পর্শ!
: এ কী, তোমার হাতে চুম্বক কেন?
: ওটা চুম্বক নয়, আমার ঠোঁটে ঠোঁট রেখে দ্যাখো।
: এ কী, তোমার ঠোটে মধু!
: ওটা মধু নয়, বিষ; যে একবার খায় সেই মরে।
: তাহলে তুমি এখনও বেঁচে আছ যে!
: হ্যাঁ বেঁচে আছি, আমার চোখের পাতায় তাকিয়ে
  দ্যাখো।
: যেন শুকনো পাতা, মর্মর করছে!
: ওটা শব্দ নয় হাহাকার, আমার বুকে আবার হাত
  দিয়ে দ্যাখো।
: এ কী, তোমার হৃদয় আর কাঁপছ না যে!
: ওখানে এখন তুমি আছ, তাই শান্ত।
: আমি চলে গেলে? আবার অশান্ত!!
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।