কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জ্বল

জেগেছিলো, জেগে আছি

শুভ সন্ধিক্ষন দুটো তাঁরা :
স্বপ্ন রোমাঞ্চকর
অলিখিত আলোকবর্ষ স্পর্শ
দিবস কি রজনী!
নতশির শিখর হিমাদ্রীর,
শতক চুরা অথবা লাল-নীল আলো –
নিস্প্রভ চিহ্ন-গভীরতম প্রজ্ঞা
প্রেমের-রোমান্টিক মহামহিম!
মন্ত্রাদি সমুদ্রের সুখে উল্লাসে
এযেন আকুল আবেদন
দেহতত্ত্বের রঞ্জনরশ্মি
কামুক জিন সম্পাদনা সনৎ ।।

বকুলের সন্ধানে ভবানীপ্রসাদ
সাহু রামেরে অবতার,
শুন্যে অমিতস্বাদে-
কোনো এক অম্বিকা স্রোতে
দিব্যরথ বেঞ্চে বসে ;
জয় পরাজয় অবশিষ্টাংশ
এক্ষনো জপি সেই চিহ্ন টুল,
অথবা বেঞ্চ এলোমেলো
উত্তেজনা ভাবনা!
জেগেছিলো, জেগে আছি!
তোমারই ও-ই থুতনিতে
প্রচন্ড আবেগের টান,
নিশাচর পাখির মতো
অতীত বর্তমান ভবিষ্যৎ।।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।