কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জল

ভালোবাসার উপাখ্যান
দেহের আবরণ নয়, তুমি
অদ্ভুত ব্যাপার!
জীববৈচিত্র্য প্রাকৃতিক সৃষ্টি
তুমি আমার,
কৈশোরে অবতীর্ন
সমাপ্তি দন্ডায়মান
শরীরের আবেগে প্রথাবদ্ধ
দেবার্চনা ;
বহু কথা শুদ্ধতা অথবা
মস্তিষ্কের স্নায়ুকোষ
লিখছি ভাষা পেয়েছি প্রান,
বিরতি ভাবস্রোত সঞ্চারিত
উঁকি ঝুঁকি,
মুহূর্তে সঙ্গে যুক্ত
শ্রবণশক্তি
উল্কা গীত কবে যে
সুচনা
কবে যে সমাপ্তি
অদৃশ্য হৃদয়ে।
আমারই কথোপকথন
চিত্র রূপে মায়াবতী
জেগে উঠুক রূপালী উহ্য
তোমারই ও-ই নয়নে,
কখনো মসৃণ
ভালোবাসা চিরন্তন শব্দের
চিরচেনা তুমি আর আমি
রথী মহারথী
ভালোবাসার উপাখ্যান।।