কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জ্বল

“এখনো ভালোবাসি
ঝিনুকের ভেতরের লালিত সৌন্দর্যের মতো”
ভালোবাসি এখনো তোমায়
কবিতার প্রথম লাইনে,
তোমাকে নিয়ে শব্দ চয়ন করি
কবিতার ভূবণে, কবিতার
পাতায় পাতায়।
মুক্তার মতো ভালোবাসি
ঝিনুকের ভেতরের লালিত
সৌন্দর্য স্বপ্ন ছায়ায়।
শিহরিত হই
দূর্বা ঘাসের শিশির বিন্দু চিত্রশালায়!
চিন্ময়ী ম্রিয়মাণ
অসমাপ্ত আত্মজীবনী লিখি
কবিতার ছন্দে- তোমার জন্য
সঞ্জীব রুদ্রদীপ মৃদু বুকের বামপাশে।
কলমের কালি লেপ্টে
ঐশী ক্ষমতায় চিত্রকর হই,
মেঘলা আকাশের কবিতায়।
এখনো তোমায় বড্ড ভালোবাসি,
আমার আত্মার দৃষ্টির অনুভবে।
এখনো তোমাকে প্রতিদিন ভালবাসি
মোমবাতির আলো দ্বারা।
এখনো আমি
তোমাকে অবাধে ভালবাসি,
যেমন হৃদপিণ্ডের শানিত চেতনায়।
এখনো আমি
তোমাকে শুদ্ধভাবে ভালবাসি,
শৈশবের অতৃপ্ত রসনায়
তৃপ্তির ঢেঁকুরে!
এখনো আবেগ সঙ্গে,তোমাকে ভালবাসি
পুরানো দুঃখে এবং শৈশবের বিশ্বাসে।
এখনো হাসি, কান্না, উচ্ছ্বাস আবেগ অনুভূতি প্রকাশ করি তোমার ভালোবাসার নিমন্ত্রণ পাওয়ার আশায়।
এখনো কবিতা লেখার উপকরণ
দিব্যরথ বেঞ্চে বসে আছি,
সে-ই বেলা অবেলা
শৈশব কৈশোর মাতোয়ারা কবিতায়।।