গুচ্ছ কবিতায় আলতাফ হোসেন উজ্জল

১| “ভালোবাসি এখনো তোমায়”
পুরনো গল্প তোমাকে ভালো লাগে
নতুন করে আবারও বলা ;
হৃদয়ের কাব্য তোমার জন্য
এযাবৎ জন্মানো হিমশৈল
আরেক নাম ” ভালোবাসা “।
আবারও নতুন করে
সেই পুরাতন আমি,
তোমাকেই বলতে চাওয়া
ভালোবাসি,
অতল গহ্বরে তলিয়ে যাওয়া
পুরনো সেই পৃথিবী,
পুরনো সেই গল্প চিরচেনা
হাসি-কান্না,
নতুন করে সৃষ্টির রহস্যের
বাসনার নাম “ভালোবাসি”
আদি দিগন্ত উন্মোচিত হৃদয়
ছুয়ে তস্কর রাজকন্যা,
বড্ড ভালোবাসি এখনো তোমায়”।
কতোটা মনের মতো সাজানো ফুল
বছর বছরান্তে মন ছলছল করে
উৎসব গাঙের জোয়ারে,
তুমিও কলি রূপে
কখনো মসৃণ ভালোবাসার
মুগ্ধ বন্ধন দৃঢ় বিশ্বাস নিয়ে
নব উদ্যমে শুরু করা
রিনিঝিনি স্পন্দনে
মন্দিরার প্রাণমাঝে,
নতুন আশায় এ-ই শ্বেতকায়
অবিভক্ত বক্তৃতা “ভালোবাসি
এখনো তোমায় “।।
২| হরিণী চোখের মেয়ে
শোনো, হরিণী চোখের মেয়ে
আমার দিবস কাটে,
তোমার অপূর্ব সুন্দর চোখে চেয়ে।
শাহবাগের ফুলের দোকানে মিলতো যদি
তোমার দেখা ,
কিছু ফুলের মালা কিনে দিতাম
তোমার খোঁপায় গুঁজে।
যদি দেখা হতো রমনাপার্কে,
হাঁটলে যখনই মধ্য দুপুরে
তোমার চোখ যেন আমার
বুকের পদ্মপুকুরে।
এই যে মেয়ে, কাজল কালো চোখে
আমায় চেয়ে দেখো,
তোমার সুন্দরের পূজারী আমি।
বুকের ভেতরে আকাশের মতো
আমার বুকের বাঁ পাশে,
তোমার থুতনিতে প্রচন্ড আবেগের টান
যেন নিশাচর পাখি
তোমার ছবি আমার মনেতে আকি।।