চোর বাটপার সন্ত্রাসী
অতঃপর যদি পায় নেতার আর্শিবাদ
সেকি তখন মর্তে থাকে
তিন লাফে উঠে যায়
হিমালয়ের চুড়ায়
চলে তাঁর নর্তন- কুর্দন
গড়ে তোলে আরেক সম্রাজ্য
নেতার সিল বুকে নিয়ে
সমতলের সব মধু চুকে নেয়
নেতা পায় উপঠৌকন
ভুলে যায় শপথের কথা
প্রতারিত হয় দেশ জনতা।
একদিন হিমালয়ের রাজার
একচুল ভুল স্পর্শ করে সম্রাজ্যের কোন
টপ টপ করে গলে গলে পড়তে
থাকে মৌচাকের মধু
দিশেহারা সম্রাট আটকে যায়
মাকড়সার জালে।
খোঁজ পড়ে নেতার
নেতা তখন মুখ লুকায় কচ্ছপের মত
মিশে যায় মহাসমুদ্রের জলে
অবাক বিস্ময়ে আছড়ে পড়া
ঢেউ গোনে লক্ষ কোটি মানুষ।