ছয় থেকে চলছে ষোল বছর
রক্ষা নেই কিশোর বালকটিরও
রাস্তায় পরে আছে পয়ষট্টির বৃদ্ধা।
বাবার সামনে মেয়ে অর্ধ নগ্ন
ভাইয়ের হাত থেকে বোন ছিনতাই
পরে থাকে রক্তাত দেহ রাস্তায়
হায়রে আমার দেশ হায়রে মানবতা।
একাত্তরে দিয়েছি দুই লক্ষ ইজ্জত
স্বাধীন দেশে চলছে ভুড়ি ভুড়ি।
ধর্ষন করলি,করলি ইজ্জত লুট
কলঙ্কিত করলি আমার বাংলার মুখ।
ওরা কারা যারা বোনের ইজ্জত লুটে
দেখতে মানুষ হলেও পষুর সমান।
মেয়েদের তো বানিয়েছিস ভোগ্য পন্য
সুজোগ পেলেই কেড়ে নিস সম্ভ্রম
রক্ষকের নামে রক্ত পিপাসু তোরা
স্বাধীন দেশে এই শিক্ষা পেলাম।
শাস্তি কি ওদের শিরধার্য হবে না
অগনিত রক্তাত দেহের হাহাকার
জাতি কি দেখবে আলোর পথ।