সাপ্তাহিক ধারাবাহিকে অনিরুদ্ধ গোস্বামী (পর্ব – ২৮)

অদৃশ্য প্রজাপতি
ভয় ছিল সব সত্যি বলে যদি তোমাকে হারাই।
ফিরে এসে আমরা প্রোডাক্ট লঞ্চ করলেও জানতাম বেশিদিন মার্কেটে বেশিদিন টিকতে পারবো না।
আরো একটা বোধ কাজ করছে ভগবান এর থেকে ভয় আর অপরাধ বোধ। সব নিয়ে একসাথে এক ডিপ্রেশন আসছে। বাড়ির লোক সাইকিয়াট্রিস্ট এর সাথে কনসাল্ট করেছে কিন্তু আমি তো জানি আমার মনের কথা। কেউ বুঝবে না এ যার হয় সে জানে। তাই আমার পুরো সত্তাতেই তুমি চেয়ে আছো নীল।তোমার অনুপস্থিতি আরো কষ্টদায়ক হয়ে উঠেছে দিন দিন। প্রেম ,ভালোবাসা দুঃখ রাগ এই আবেগ গুলো শক্তি র ই গতিময় রূপ। পার্থিব শরীরও
শক্তির একটা রূপ। কিছু ওষুধের অতিরিক্ত মাত্রা যে সেই শক্তির সাথে মিলিয়ে দিতে পারবে নীল। পার্বতী তো শিবের শক্তিতেই মিলে যায় …….
ওনার কাকা এসে আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে বললেন ,মাই সন প্রমিস মি ইউ উইল ভিসিট হিয়ার এভরি নাউ এন্ড দেন ,কারণ তোমার মধ্যে যে আথিরা কে অনুভব করতে পারবো।
হোটেল ফিরে দেখলাম একদম একা হয়ে গেছি।একটা আনচান ভাব মনে । সব থেকেও কিছু একটা নেই। এইতো বেশ ছিল মন বুঝত সে কোথাও না কোথাও আছে। সত্যিই সে আজ ভ্যানিশ হয়ে গেল।
তারা অনেক করে থেকে যেতে বলেছিলো। যোগসূত্র যে বিচ্ছিন্ন।
আথিরার যে শক্তির সন্ধান পেয়ে গেছে। কোনো কি যোগসূত্র আছে এই দুই দুনিয়ার ?এইসব ভাবতে দেখি তার জার্নাল টা । যাতে আছে তার ভাবনা ,তার অস্তিত্ব ,আর তার ছোয়া । সেটাকেই জড়িয়ে ধরলাম।