কবিতায় বলরুমে অয়ন ঘোষ

পক্ষী সংবাদ
আলোর যুদ্ধ নিবে এলে
পাখিরা ফিরে আসে
পাখি জানে
অন্ধকারে যুদ্ধ মানা।
ডালে বসে ঝিমোয়
ভাবে
শিকারের কথা
কাটা মুণ্ডুর দাপাদাপি
মাত্র একদিন রাতে রাক্ষস যুদ্ধ
শিকার বাকি রেখে অস্ত্র ফিরে গেছে
অমরাবতী
পাখিরা ফিরছে
ঠোঁটে সান্ধ্যগান
ঘরে ঘরে শঙ্খ ধ্বনি
রূপকথার মতো স্তন নিয়ে খেলছে শিশুরা
একবুক খরার ভিতর ঝমঝমিয়ে বৃষ্টি নামল।