সাপ্তাহিক ধারাবাহিকে অনিরুদ্ধ গোস্বামী (পর্ব – ৪)

অদৃশ্য প্রজাপতি
আথিরা :লেট্ মে চেক । (একবার চোখ বুলিয়ে নিলো আমার সেল্ফ এ) ইটস এ ওয়েল ম্যানেজড শেলফ ।ই এনভি ইউ ,নীল । চোখে বিস্ময়,গালে টোল,দুটো গজ দাঁত -ডেডলি কম্বিনেশন ।
আথিরা :অল আর ওকে ।আই নিড সাম “ডালডা” বুট ক্যান যে মানাজেবল উইথ ঘী । এই নো ইউ নর্থ ইন্ডিয়ান পিপল প্রেফেস দেট । (বলে রাখা ভালো, সাউথইন্ডিয়া তে সবাই ভাবে আমাদের ভারত দুই ভাগে বিভক্ত , সাউথইন্ডিয়া আর বাকিটা নর্থইন্ডিয়া)।
সুন্দর সময় জাস্ট উড়ে গেল । একসাথে রান্না করাতেও যে এতো আনন্দ তা তো জানতাম না ।
নীল : আথিরা,আই লাইক টু থ্যাঙ্ক ইউ ফর একোম্প্যানিং মি টুডে ,ওদের ওআইস ইটস টি সেম লাঞ্চ ,আই উসড টু হ্যাভ উইথ ময় সলিটারি লাইফ ।
আথিরা কিছু বলতে গিয়ে থেমে গেল.
লাঞ্চ এর পর স্কুটি খোঁজ নিয়ে জানলাম আরো ঘন্টাখানেক লাগবে।
আমি আর আথিরা মেরিনে ড্রাইভ এ চলে এলাম . একটা বেঞ্চেবসে দেখতে লাগলাম বোট এর আনাগোনা .কিছুক্ষন পর মেকানিক ফোন করলো.
আথিরা স্কুটি তে বসে স্টার্ট দিয়ে বয়ে বলে এগিয়ে গেল. কিছুদূর গিয়ে ডাকলো নীই ই ল ..
এগিয়ে গেলাম.আথিরা আমার হাত এর ওপর আল্টো করে হাত রেখে বললো :”নিরবধি ন্যান্ড্রি ” নীল।
হোপ মাই স্কুটি গিভ ইউ ট্রাবল সুন ।এবার আর দাঁড়ালো না.
সেলস হেড Mr Kutty
প্রোডাক্ট লঞ্চ এরআর মাস ৪ দেরি । আজ সেলস হেড কে পুরো প্ল্যান এর একটা ধারণা দিতে হবে এবং সেলস টীম এর কাছে কি কি সাপোর্ট লাগবে আর কি সাপোর্ট দিতে পারবো তার একটা ডিসকাশন হবে। সকালে সাধারণত ফোন দেখিনা। সাধারণত সকাল ৫:৫০ এ আমার অ্যালার্ম বাজে। ঘুম থেকে উঠে মেরিন ড্রাইভ এ জগিং ,বাড়ি এসে এম. এস শুভলক্ষ্মীর “সুপ্রভাতম ” মিউসিক সিস্টেম এ চলতে থাকে ।এতে মনে এক সুন্দর স্বর্গীয় আবেশের সৃষ্টি হয় ।সকালের এই শক্তি পুরোটা দিন কাজ করতে থাকে। টি বা কফি নিয়ে ব্যালকনি তে বসে মনে মনে দিনটা কে সাজিয়ে নি I আই প্যাড এ নিউস পেপার টা খোলা। আথিরা র মেসেজ ঢুকলো “বেস্ট বিশেষ ফর দ্য টুডে ‘স প্রেসেন্টেশন “।
মার্কেটিং আর সেলস নদীর দুই পারে মতো।একসাথে না চললে যত ভালো স্ট্র্যাটেজি থাক না কোনো ,কোনো কাজে আসবে না। আমাদের সেলস হেড কুটটি একটু পুরানো ধাঁচের লোক। এই কোম্পানি তে অনেকদিন আছেন আর নিচের থেকে ওপরে উঠেছেন। অভিজ্ঞতা আর সম্মান দুটোই অর্জন করেছেন। একটাই অসুবিধা নতুন আইডিয়া সহজে মেনে নিতে পারেন না।
বিন্সি কে বললাম ডাটা ঠিক রাখতে আর একবার চেক করে নিতে ।আমিও পুরো প্রজেক্ট প্ল্যান টা একবার চোখ বলিয়ে নিলাম ।
বিন্সির প্রেসেন্টেশন র পর কুটটি জী বললেন ” ডেটা ইস ওকে। হোয়াট আই ফীল দ্যাট মার্কেট অপর্চুনিটিস আর হিউজ এন্ড উই উইল বি দ্য ফার্স্ট প্লেয়ার ।ওয়ান অফ আওয়ার কম্পেটিটর অল্সো ওয়ার্কিং ওন ইট। বাট হোয়াট ইস টি স্ট্রাটেজি ?হোয়াট সাপোর্ট সেলস টীম ক্যান এক্সপেক্ট ?
নীল:(কুটটি অল্প হিন্দি বোঝে ) থোড়া ধীরজ রাখিয়ে কুটটি জী । ও ভি আয়েগা । প্লিজ হ্যাভ এ লুক ওন মাই প্রেসেন্টেশন ফার্স্ট।
আমার প্রেসেন্টেশন এর শেষে কুটটির কিছু সাজেশন নোট করে নিলাম। কয়েকটা নতুন ইনফরমেশন জানা গেল কুটটির থেকে। আমাদের প্রতিযোগী কোম্পানি টি ত্রিভান্দ্রাম থেকে অপারেট করে ।কিছু ডাক্তার এই কোম্পানি টি র শেয়ার হোল্ডার। তারা বিশেষ কিছু জায়গায় তাদের প্রভাব কাজে লাগিয়ে তাদের ওষুধ বিক্রি করে ,বলা যাই “পকেট সেল ” করে। তার সাথে তারা দেয় স্পেশাল প্রোডাক্ট অফার ও ডক্টর সার্ভিস। .
কুটটি প্রমিস করলো যে ফুল সাপোর্ট দেবে এই প্রজেক্ট এ .
যেগুলো শেয়ার করলাম না সেগুলো হলো আমাদের প্রোডাক্ট টির কিছু বিশেস্বত্ব যেমন ফটো সেনসিটিভ প্রোডাক্ট প্যাকেজিং ,প্রাইসিং আর ট্রেড অফার । ম্যানেজিং ডিরেক্টর এর র ইন্সট্রাকশন।
ওভারঅল ভালো ভাবে উৎরে গেল .
বিন্সি: বস ইট সীমস দেট ইউ হ্যাভ সাকসেসফুলই কনভিন্সড মিস্টার কুটটি ।
নীল: ইয়েস ,বাট ইটস উই ।থ্যাংক্স ফর ইওর সাপোর্ট।
বিন্সি :অনলি এ ড্রাই “থ্যাংক ইউ” !নিড এ পার্টি বস ।
নীল :ইআঃ শিওর ।বাট ইটস এ ট্রাডিশনাল সিটি এন্ড নো নাইট ক্লাব।সো ইস ইট ওকে ইফ হ্যাভ ডিনার এট “ওক এন্ড মংক “?
বিন্সি :ওয়াও …বস ..ব্যাং অন।