।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় অনুব্রতা গুপ্ত
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
মধ্যবিত্ত
ভীষণ পাতি, নির্বিবাদী, উল্টে রাখা ঠোঁটের কোণ।
উল্টে গেলে পাল্টে যাবে, মধ্যবিত্ত সম্মোহন।
ঝগড়াঝাটি, চড়চাপাটি, রোব্বারেতে সরষে রুই।
অন্য দিনে শঙ্কা কিনে, নিজের ধানে দিচ্ছে মই।
পিএনপিসি, টাটকা কিসি, বিজ্ঞাপনে মুখ লোকাই।
কে-কার দলে, খেলার ছলে, সুযোগ বুঝে নিচ্ছে ঠাঁই।
ঘোমটা পরে, খেমটা সুরে, নিজের কাছে পুড়লে মুখ।
এ তল্লাটে, কালীর ঘাটে, উথলে ওঠে ভক্তি সুখ।
চারমিনারে, ঝুলতে পারে , অর্থনীতির সংজ্ঞাটাই।
সবটা ভুলে ঢেঁকুর তুলে, বাড়া ভাতেই দিচ্ছে ছাই।
ডেইলি সোপে, দারুণ তোপে, পড়ছে ফেটে চোখের জল।
গল্পে গরু, এই তো শুরু, টিআরপিতে অচঞ্চল।
এমন ক’জন, বন্ধু-স্বজন, তাদের মনে রাখলো কই?
মরলে জ্বরে, জলের দরে, আমরা কেবল সংখ্যা হই…