যেদিকে যাবে বিপদ ! ভিতরে বাইরে, আকাশে মাটিতে, সব জায়গায় বিছানো আছে এক অদৃশ্য জাল, মাকড়সার জালের মতো।
একবার অন্যমনস্ক হয়ে ফাঁদে পা দিলেই কেল্লা ফতে। শিকারির উল্লাস, সেই জাল বিছানো মাকড়সাটার মতো।
তুমি ‘তর’, আমি ‘তম’, এই শিকার শিকার খেলা চলতেই থাকবে যুগ যুগ ধরে আমাদের মাঝে,
তুমি ‘তম’ হতে চাইবে, আর আমি সর্বোত্তম…
ভোরের কুয়াশার চাদর সরিয়ে যখন সূর্যের আলো ছড়িয়ে পড়ে, হাজার মুক্তো চিকচিক করে সেই জালে, রাতজাগা শিকারের চারিপাশে,চোখ ঝলসে যায়। শিকারির হাতে যখন প্রাণ যায়, চারিদিকের চাকচিক্যে শিকার বুঝতেই পারেনা মৃত্যু যন্ত্রণা।
আমি ‘তম’ থেকে এভাবেই সর্বোত্তম হয়ে উঠি, তুমি ‘তর’ থেকে অনেক নীচে তলিয়ে যাও….