এক হয় ঘরের ভালোবাসা আর এক হয় বাইরের।
একটা ভালোবাসায় থাকে আশ্রয় আর এক ভালোবাসায় থাকে আগুন।একটা ভালোবাসা গুছিয়ে রাখি আর এক ভালোবাসাকে তোলপাড় করে দিই।এক ভালোবাসায় বাজারের হিসেব কষি, এক ভালোবাসায় হিসেবের বাইরে সব।এক ভালোবাসায় থাকে চরম অধিকার স্পৃহা, অন্যটায় শিকল ভাঙার আরাম।এক ভালোবাসায় গড়ি,এক ভালোবাসায় ভাঙি।এক ভালোবাসা শান্তির আর অপরটা অস্থির।
এক হয় ঘরের ভালোবাসা।এক হয় বাইরের।দুটোতেই বাঁচি।দুটোতেই থাকি।দুটোই সত্যি।