T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় ডঃ অলকানন্দা গোস্বামী

কবিতাকে বলা
আজ নাকি তোমায় ডাকতেই হবে বসন্তের মিলন মেলায়!
আজ নাকি তোমার আর আমার মিলনের মহালগ্ন!
আজ নাকি তোমার সমগ্র দেহে মিশিয়ে দিতে হবে মন-প্রাণ!
আজ নাকি– , আজ নাকি–, আজ নাকি–!
আজ তুমি থাকবে সবিতায়, আলো উসকে দেব জ্বলে থাকা অনির্বাণ প্রদীপে-
আজ তুমি আসবে অক্ষরপথে, ছন্দ-তাল-লয়ের মাদকে-
আজ তুমি নিয়ে আসবে বাসন্তিকা গুলাল, শায়েরী আর হাফিজের পালকের মুকুটে-
আজ আমি ছড়িয়ে রাখব রঙ, রামধনু যেথা হারাবে দিকচক্রবালের ওপাড়ে-
আজ আমি থাকব, আর তুমি-
আজ আমি জাগব, আর তুমি-
আজ উত্থিত হবে আত্মা শত অব্দ পেরিয়ে-
আজ তোমার আমার মিলনের ক্ষণে বাজবে শঙ্খ-ঘন্টা-কাঁসর-নাকাড়া,
——কালের সীমানা তোমায় যেতে হবে ছাড়িয়ে।