সাপ্তাহিক ধারাবাহিকে অনিরুদ্ধ গোস্বামী (পর্ব – ৭)

অদৃশ্য প্রজাপতি

স্বপ্ন সচেতন মনে ওপর একটি পর্দা ফেলে দেয় |Sমনের এ এক অন্য স্তর |একটা সমান্তরাল দুনিয়া অবচেতন চিন্তার প্রকাশ|
সে রাতে ও স্বপ্ন এলো | স্বপ্নে দেখ্লাম আথিরা কোনো এক পর্দার আড়াল থেকে বাঁচানোর জন্য আমার নাম ধরে ডাকছে বলছে …সেভ মি …..নীল ..সেভ মি , আর কেঁদে চলেছে ।তার হাত দুটো প্রানপনে আমার বামহাত টা ধরে আছে ,তার নখ আমার হাতে বসে যাচ্ছে … ফোঁটা ফোঁটা রক্ত ঝরছে আমার হাত থেকে,সে বাঁচতে চাইছে ,কি করবো বুঝতে পারছি না ..জেগে উঠতে চাইছি কিন্তু উঠতে পারছি না. হাতে মনে হচ্ছে পিন ফুটছে ..মরিয়া হয়ে আথিরা কে পিঠের দিক থেকে তুলে এনে ফেললাম |আর সঙ্গে সঙ্গে স্বপ্নের জাল কেটে বেরিয়ে এলাম| মনে হলো একটা নীলাভ আস্তরণ ঢাকা ছিল আমার ওপর । সেটা চিরে বেরিয়ে এলাম।উঠে দেখি ঘেমে গেছি আর মাথা ঝিম ঝিম করছে ।কি হলো আথিরার ?
ঘরে নীল লাইট ল্যাম্প জ্বলছে ।ব্যালকনি তে এসে দাঁড়ালাম ।ব্যাক ওয়াটার এর দিক থেকে ঠান্ডা তাজা হাওয়া আসছে ।ভালো লাগছে ।প্রায় ৪ টা বাজে ।বিন ব্যাগ সোফা র ওপর শরীর টা ছেড়ে দিলাম।পা দুটো সামনে বালিশে রেখে একটা চাদর জড়িয়ে । সূর্যের আলো দেখতেই হবে ।
দেখবো কি?

নীল
নিঃসঙ্গ থেকে জীবন ভালোই কাটে বিশেষ করে অবিবাহিত হলে,কিন্তু কয়েক দিনের জন্য জীবন এ কেউ এসে তারপর চলে গেলে ,মন তাকে বয়ে নিয়ে চলে। আর এই নিঃসঙ্গতা ভয়ঙ্কর হয়ে ওঠ। ভালোই ছিলাম নিজের পেশা ,পেশাগত উচ্চাকাঙ্খা ,আর তার জন্য নিজেকে তৈরী করা নিয়ে. আথিরা এসে সব এলোমেলো করে দিলো . আজ রবিবার আরো বিশেষ করে মনে পড়ছে তার কথা |
নতুন প্রোডাক্ট লঞ্চ এর আর আড়াই মাস দেরি আছে |খুবই ব্যাস্ততার মধ্যে দিন কাটছে| প্রোডাক্ট এর প্যাকেজিং একটি গুরুত্বপূর্ণ দিক.|নতুন এই ইনজেকশন টি ফটোসেনসিটিভ মানে সূর্যের আলোতে এটার কার্যকারিতা হ্রাস পেতে পারে। তাই এর এম্পুল টি তৈরী হবে বিশেষ এক প্রকার এর এম্বার কালার এর |এছাড়া কালো পিভিসি ফয়েল সাত টি এম্পুল এর প্যাকেজিং কে দ্বিগুন রক্ষা করবে সূর্যের আলো থেকে |এই বিশেষ ভাবে তৈরির নির্দেশ আমার পরিকল্পনা ,সাথে অবশ্যই এম.ডি র এপ্প্রুভল তো আছেই. কিন্তু আমার কোনো প্রেসেন্টেশন এ এটি প্রকাশ করিনি| সেই অনুযায়ী ম্যানুফ্যাকচারিং ও চলছে|

শনিবার আথিরার সাথে দেখা করেছিলাম ফোর্ট কোচি তে|
নীল :আথিরা লাস্ট ফিউ দেশ আই এম ওয়ার্কিং ডে এন্ড নাইট ফর মাই প্রজেক্ট ।সো নিড আ ব্রেক ।ক্যান উই প্ল্যান টুমোরো ফর এ আউটিং ,ইফ ইউ ডোন্ট মাইন্ড ?
আথিরা : (খুব উত্তেজিত হয়ে )রিয়েলি ,উই উইল স্পেন্ড ফুল ডে টুগেদার ?বাট ওহের ?
নীল : আই থট অফ চেরাই বিচ I হোয়াট ডু ইউ সে ?
আথিরা :ইটস পারফেক্ট নীল । দেন উই উইল টেস্ট লোকাল ফুড টু ।কেরালীয়ান ফিশ কারি মিল ।হোয়াট ড ইউ সে ?ইস ইট ওকে নীল ?
নীল :ইন কেরালা ,বি কেরালিয়ান ।এন্ড ইফ আথিরা ইস উইথ মি দেন আই ক্যান টেক পয়সন টু ,ব্লাইন্ড লি । কথাটা শুনে আথিরা অবাক হয়ে চেয়ে থাকলো আমার মুখের দিকে এক ফোঁটা চোখের জল গড়িয়ে এলো আর আমার হাত টি শক্ত করে ধরে রইলো .আমি একদিকে সাক্ষী হয়ে রইলাম আরেক টি দামি সূর্যাস্তের.
এর্নাকুলাম থেকে ২৫ km দূরে ভাইপিন দ্বীপ এ চেরাই বিচ |১০ km লম্বা এই বিচ এর মেজাজ খুবই নরম |প্রকৃতির এক অনন্য সৃষ্টি |

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।