T3 || Valentine’s Day Special || সংখ্যায় অয়ন ঘোষ

নেশা
‘জোর’ শব্দটা ভালোবাসার পাশে বসিয়ে দেখেছি
নেশা লেগে যায়
কান্নার নেশা
অভিমানের নেশা
হারানোর নেশা
লক্ষ চাঁদের পরেও মহুয়া হয়ে জেগে থাকে
সেই নেশা
ডুংরিতে এই বুঝি মাদল হয়ে বেজে উঠবে বুকের হাপর।
নেশা শব্দটার পাশে বসলে নিজেকে মনে হয় ভাস্কর
একবুক শীতকাল নিয়ে জেগে থাকা
সুপর্ণা অথবা সুজাতা।
পরমান্নের নেশায় পথ হাঁটছে একলা শ্রমণ
বিবাগী চরণের ওপর শব্দ সাজিয়ে
নেশা পেরিয়ে এলে সব ফাঁকা
সব অনর্থক
সব রহস্য শেষ।
এই মাটি জন্মের অনেক আগে, যে নেশা ধরিয়েছিলে বঁধূ
তার টানেই এখনও চাঁদ সূর্য ওঠে, আমার
পৃথিবী পাক খায় তোমারই চারিদিকে।