সাপ্তাহিক ধারাবাহিকে অনিরুদ্ধ গোস্বামী (পর্ব – ৫)

অদৃশ্য প্রজাপতি

বিন্সি ভার্গিস

বিন্সি ই প্ল্যান করলো প্রথমে এডাপাল্লি তে সেন্ট জর্জ ফোরানো সিরো মালাবার চার্চ যাবে প্রাথর্না করতে তারপর লুলু মল । আজকাল বস আর অধস্তন এমপ্লয়ী রিলেশনশিপ অনেকটাই চেঞ্জ হয়েছে বিশেষ করে কর্পোরেট দুনিয়া তে ।”বিশ্বাস” হচ্ছে কোনো টীম ওয়ার্ক এর মূলমন্ত্র ।
তাই এখানে সানন্দে রাজি হয়ে গেলাম বিন্সি কে সাথ দেবার জন্য.দুজনেই অফিস থেকেই বেরোলাম প্রায় বিকেল ৪ টায়.বিন্সি হোয়াইট শার্ট কালো প্যান্ট ছাইরঙের প্যান্ট সাথে ম্যাচিং ফর্মাল জুতো .সাথে ছাই রঙের ব্লেজার ।হাথে সিকো ব্র্যান্ড এর ঘড়ি আর গলায় সরু চেন ।চেন এ একটি সোনার পেন্ডেন্ট ক্রস দুটি কলার বোনের মাঝে চক চক করছে .
একটু আগে এর পশলা বৃষ্টি হয়ে যাবার জন্য একটা আরামদায়ক আবহাওয়া রয়েছে ।না গরম না ঠান্ডা.বুলেট এর পিছনে বসার আগে শার্ট একটু ঢিলা করে নিল।এই চার্চ টি অনেকটা জায়গার নিয়ে তৈরী.বলা হয় এশিয়া র বৃহত্তম সেন্ট জর্জ চার্চ।
বুলেট স্ট্যান্ড করে ভেতরে গেলাম। বিন্সি ফুলের তোড়া আর মোমবাতি নিয়ে প্রাথর্না হল এর দিকে গেল.আমি বসে রইলাম বাইরে.সূর্যাস্তের সময় চার্চ এর শোভা আরো কয়েকগুন বেড়ে গেছে।
মোবাইল এ একটা মেসেজ ঢুকলো .
আথিরা জানতে চেয়েছে মিটিং কেমন হলো. আর বললো সে নাকি সেই শিবের মন্দিরে প্রাথর্না করেছে এই প্রজেক্ট এ যেন আমি খুব ই সফলতা পাই.
বিন্সি বেরিয়ে এসে এলো বললো:ডু ইউ নো হোয়াট আই প্রেইড ফর ?
নীল: নো আইডিয়া বিন্সি
বিন্সি: আই প্রেইড ফর আওয়ার সাকসেস এন্ড স্পেশালি ফর ইউ ।
আর কিছু বললাম না.অনেক সময় একটু নীরব থেকেও কারো ভাল দোয়া কে সম্মান জানানো যায়।
কিছুক্ষনের মধ্যে লুলু ইন্টারন্যাশনাল শপিং মল এ ঢুকলাম .এশিয়া র বড় মল গুলোর মধ্যে একটি।
কি নেই সেখানে,কার পার্কিং ,কনভেনশন সেন্টারে ,হোটেল, মাল্টিপ্লেক্স ওর অনেক কিছু..
বিন্সি প্রথমেই ফিমেল গার্মেন্টস এ ঢুকলো , বললো ওর সাথে যেতে। এড়িয়ে গেলাম,বললাম পাশে বই এর স্টোরে আছি ।একটু পরে পিঠে হাত পড়তে ঘুরে দেখি বিন্সি।
বিন্সি একটু রাগত স্বরে :আই আস্কড ইউ সো মেনি টাইমস তো কাম উইথ মি এন্ড ইউ হ্যাভ এভোইডেড । একচুয়ালি ইউ বেঙ্গালিস ক্যান্ট কাম আউট অফ ট্রাডিশনাল বসিসম I
নীল : (শান্ত স্বরে )ইটস নোট লাইক দেট বিন্সি। এস ইউ আর ইন লঞ্জেরি সেকশন ,আই ফীল আনকমফোর্টেবলে। I
বিন্সি :ইউ অনলি প্রিচ দেট আউটসাইড ওয়ার্ক নো বস নো সাবর্ডিনেট।
নীল :হেসে বললাম ইআঃ ।দেটস ট্রু এন্ড ফলোইং হনেস্টলি ।
বিন্সি :ইউ উইন উইথ ইওর বেনেভোলেন্ট স্মাইল। ওকে লেটস গো ওক এন্ড মংক এস ইউ প্রমিসড।
ওক এন্ড মংক এ আমাদের একটা স্পেশাল টেবিল দিলো .সন্দেহ নাই আসল চাইনিজ খাবার এবং পরিবেশ দুটোই রাতের ডিনার খুব ই জমিয়ে দিলো. তার সাথে বিন্সি র উচ্ছলতা মনের কোথাও ভেসে যাবার আহ্বান জানায়.
ফেরার সময় বিন্সি পিছনে অন্য ভাবে বসলো.আসার সময় দুই পা একদিকে ছিল .
দুহাতে আমার কোমর জড়িয়ে ধরে বললো ,উড ইউ মাইন্ড ,বস ?
আমি ফার্স্ট গিয়ার্ এ দিয়ে বললাম ,নট এট অল ,সেফটি ফার্স্ট ।হাই রোড দিয়ে বুলেট ছুটলো।
বাড়ির কাছে বিন্সি কে ড্রপ করে দিলাম.
বিন্সি :মাই জেন্টলম্যান নীল বস ,আ বিগ থ্যাংক ইউ ফর দি ডিনার ।
নীল : বাই , ডোন্ট ফরগেট দ্য টুমরো মিটিং উইথ ম্যানেজিং ডিরেক্টর অন প্রজেক্টস প্রোগ্রেশন।
বিন্সি (আদুরে গলায় ):ফর ইওর ইনফরমেশন ,ইউ আর অলওয়েজ অন রাইট স্ট্রিং। বাট নাউ দ্য মোমেন্ট ইস রং।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।