কবিতায় পদ্মা-যমুনা তে আবু আফজাল সালেহ

জ্যোৎস্নাঘোর

আকাশ থেকে জ্যোৎস্নারা পড়ছে ঝরে
নদী-সাগর, মাঠ-ঘাট ও তেপান্তরে।
লুসিফারিন জ্যোৎস্নারা কী বেহায়া রে!
বেয়ারা খুব, খুব বেয়ারা, লজ্জাহীন
মন টানছে তোমার থেকে তাদের কাছে।
পশমী-ঘোর–হালকা সব শিশিরকণা
চারিদিকের নির্জনতা
জোৎস্নারা গলে আমার চোখে তালুতে।
জ্যোৎস্নারা গিলছে সব
আমি ও তুমি সবাইকেই
চোখ ও মুখ অবশ করে অজান্তেই।
Spread the love

You may also like...

error: Content is protected !!