কবিতায় পদ্মা-যমুনা তে আবু আফজাল সালেহ
by
·
Published
· Updated
১| হয়তোবা সে নিজেকেই ভুলে গেছে
ঝুলবারান্দার মতো ঝুলে আছে
তার হৃদয়।
তাকে ডাকতাম ‘মিষ্টি’ বলে
তাকে ডাকতাম ‘ভালবাসা’—
হৃদয়জুড়ে তারই নাম।
অথচ এখন
সে সবুজ ভুলে গেছে
সে আকাশের নীল ভুলে গেছে
সে সোঁদামাটির গন্ধ ভুলে গেছে।
সে নিজেকেই ভুলে গেছে হয়তোবা।
২| স্পর্শ করে না কোনও কিছু
আজ তার ঘ্রাণে সোঁদামাটির গন্ধ নেই
আমার বেহুদা-ঘামের দাম নেই
ঐতিহ্যময়-কণ্ঠে ঐকতান নেই
সুর নেই, সুরেলার ঝাঁজ নেই।
যুক্তির মুক্তি নেই তার চোখে
ত্যাগের মর্ম নেই তার বুকে—
চোখ হৃদয় মুখ নির্মোক
রেললাইনের মতো সমান্তরাল—
তাকে স্পর্শ করে না কোনও কিছুই।
‘তার বুঝ’ মানে না আমার হৃদয়।