।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় আশরাফুল মণ্ডল

চরিত্র

বরং ভালো ছিল আবছায়া
কাঁধে হাত রাখার চেয়ে। বাতাসও জানে
পূর্বাভাস জলবায়ুর। ননস্টপ তর্জন গর্জন
বৃষ্টি ঢালে কই? আবহাওয়ার মতিগতি কেউ না জানুক, জানে মোরগকল। মুহূর্তে বদলাতে পারে মেঘ-বৃষ্টি-রোদ। চরিত্র বদলে ফেলার কোনো থেরাপি নেই।
এবং দূরের দর্পণে কাউকে দেখা
ভালো ছিল। সর্বনেশে নৈকট্য ধুমজ্বরের
প্রলাপ যেন। প্রখর দিনের দহন শেষে রাত আসে জ্যোৎস্না ঢালা। চরিত্র বদলাতে জানে দিনের প্রহর সকল।
বরং কড়া মধ্যাহ্নে আকাশ দেখি। আর দেখি রাতের বুকে তারাদের নির্ভয় সাঁতার…

কাঁদনগীতি

নিষেধ বলা কোনও এক সকাল
এসে ভেঙে দেয় চুপ। বাসা বদলে গেছে ফিকির উধাও যখন। ভাগাভাগির গল্পের সন্ধেয় ওড়ে কবিতাবিষাদ। হিসেবি কিছু হাওয়া বলে নিরুদ্দিষ্ট তুমি। আমার শিকড়ে শুধুই মুছে যাওয়া পুরাণ…
শিকড়ে জড়ানো শিকড়ও দেখি। সে দেখে না আমার আনন্দনিধন। বোঝে না কেউ সেইসব তোড়ায় সাজানো ঘ্রাণ। তবুও আসি বারবার হে অধিত্যকা কাঁটাগাছ বন। মেঘ জমা চোখে আশ্রয়ের নথিতে আগুন…
শিকড়ে কি থাকে মরিচীকা ইশারা অথবা নিদারুণ লোভানল? সরলবর্গীয় হৃদয় কাঁদে
এ কি দহন দহন! সম্পর্ক সেতু হয়তো শুধু কারুকাজ বিভ্রম! ছিন্নজন হয়েছি জেনেও সাধি শিকড়ে কাঁদনগীতি…
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।