সাতে পাঁচে কবিতায় অঞ্জলি দে নন্দী, মম

বাগানে
ছুটন্ত দুরন্ত হাওয়া।
ফুটন্ত ফুলের হাসি।
পাখীর গান গাওয়া।
বড় ভালোবাসি!
কল্লোলের বওয়া।
রাজহংসীর কথা কওয়া।
সবিতা কিরণের চঞ্চলতা।
আকাশের বিহ্বলতা।
আমার হৃদয়ের ছন্দ।
মনের আনন্দ।
সবে মিলেমিশে,
উজ্জ্বল সকল দিশে।
সময় এগিয়ে যায়……..
পিছু ফিরে না চায়;
অতীতের স্মৃতি জীবনের পাতায়।
আগামীর রচনা চিরগোপন প্রকৃতির মাথায়।