• Uncategorized
  • 0

T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় অঞ্জলি দে নন্দী, মম

রবি

মানসিক ভারসাম্য হারিয়ে আজ ও রাস্তায় রবি ঠাকুরের গান গায় আর ভিক্ষা করে খায়। শান্তিনিকেতনে সাত ভায়ের একমাত্র আদরের ছোট বোন ছিল ও। মা ও বাবাকে কার এক্সিডেন্টে হারিয়েছে পাঁচ বছর বয়সে। ও বিশ্বভারতীর খুব ভালো সংগীতের ছাত্রী ছিল। বড় হতে দাদারা এক বিখ্যাত ব্যারিস্টারের সঙ্গে বিয়ে দিল। ওরা অস্ট্রেলিয়ায় থাকলো। পরে স্বামী এক অন্য রমণীর পাল্লায় পড়ল। ওকে ডিভোর্স দিল। ও দাদাদের কাছে ফিরে এলো। কিছুদিন বেশ ঠিকই ছিল। এরপর আত্মহত্যা করার চেষ্টা করল। কিন্তু বেঁচে গেল। তবে পাগলিনী হয়ে রইল। গানটা কিন্তু ঠিক আগের মতোই একদম সঠিক গায়।
বহু বছর কেটে গেছে। দাদারা অনেক চিকিৎসা করিয়েও ওকে সুস্থ করতে পারে নি। বাড়িতেও ও থাকে না। গুরুদেবের আশ্রমের আশেপাশেই ঘোরে। একদিন ২৫- শে বৈশাখ। ওর পূর্ব পতি ও তার দ্বিতীয়া পত্নী এলো বিশ্ব কবির প্রতিষ্ঠানে। ও দেখলো। চিনলো। কিন্তু ওকে ওর স্বামী চিনেও যেন চিনলো না।
ইনি আমার দাদুর দূর সম্পর্কের ঠাকুরমা ছিলেন।

Tagore

The Nobel laureate.
Yes, he can create.
The Sun of poetry.
He is immortal poems-tree.
Read and be free.
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।