সাতে পাঁচে কবিতায় অঞ্জলি দে নন্দী

আমার আমি এমনই
আমার আমি এমনই।
ছিলাম যেমন আছি তেমনই।
ঠকতে ঠকতে ঠকতেও
আমি আত্মবিশ্বাস হারাইনি।
কারণ আমি যে ঠকাইনি কখনও।
পাওয়ার পথে পা বাড়াইনি।
চাওয়ার সীমা ছাড়াইনি।
গভীর শোকেও
আমি ভেঙ্গে পড়িনি।
মন দিশাহারা হয়, যখন ও।
আমার আমি তখনও
আদর্শ থেকে সরিনি।
চালাকীর সম্পর্ক আমি গড়িনি।
চালবাজীও করিনি।
তবে এসবের বিরুদ্ধে লড়িনি।
তা স্বত্বেও আপন জীবন যুদ্ধে হারিনি।
তাই তো আমি ন্যায়কে সাথ দিতে ছাড়িনি।
কিন্তু নিজেকে চিনতে আজও পারিনি।
আমি অযাচিতা – হিতকারীনি।
তবুও কেন যে আমি প্রত্যাখ্যান-ধারিণী।
আমি তো চির সমন্বয়-চারিণী।