সাতে পাঁচে কবিতায় অঞ্জলি দে নন্দী, মম

বলছি
এই যে তোমাদের বলছি!
আমি প্রতিবাদের বরফ।
এখন কষ্টের নদী হয়ে গলছি।
আমি সৃষ্টি করেছি
এক চির নতূন হরফ।
তা দিয়ে বঞ্চিতদের জীবনী রচেছি।
আমি অনন্ত ইতিহাস গড়েছি।
অতীতে আমি বেদনায় পচেছি।
কিন্ত নিঃশেষ না হয়ে গিয়ে
ঊর্বর সারে পরিণত হয়েছি।
আমার অকারণ পাওয়া যন্ত্রণা নিয়ে
সবার শান্তি পাওয়ার পথ বানিয়েছি।
কতকাল একা নীরবে ব্যাথা বয়েছি!
আঁধারে কাতর আমার হৃদস্পন্দনের আর্তনাদ সয়েছি।
তারপর যে অশেষ পথ আমি বানিয়েছি,
সে অনন্ত পথ দিয়ে.………..
যায় আত্মতৃপ্তির লক্ষ্যে এগিয়ে
বর্তমান সময় ভবিষ্যতের দিকে।
আমার অন্তরের সৃষ্ট হরফ
চলে চলে আর চলে
চির স্বাস্যতের কবিতা লিখে………
আপন নির্ভীক চেতনার বলে,
মহা জগতের দিকে দিকে দিকে; …….
যুগে যুগে যুগে জীবন তো চির সত্যের তরফ!
আমি তো সেই সত্যেরই শুধু সন্ধান করি।
জীবনে অপ্রকাশিত বঞ্চনার কাহিনী বর্ণনা করি।