|| রাঙিয়ে দিয়ে যাও সংখ্যায় || অভিজিৎ দাসকর্মকার
by
·
Published
· Updated
রু-তমার পিঠে
তোমার চুল বাম দিকে ১-রতি হেলেছে,আর চিবুক
আদুরে ঝুঁকি ঝুঁকি
তুমি তমায় রেঙেছো ঠোঁট, মালভূমি ভ্রূ
দৃষ্টি কাঁপছে পিঠ থেকে নেমে আসা সমতল চুমু রেখা ধরে,দেখো ক্রমশ ঊরুর কাছে সহজ হয়েছি যত;
নদী করেছো কোমর,বসন্ত এঁকে বেঁকে
স্নিগ্ধ মহিলা গন্ধ হয়ে, বয়ে এসেছে হৃদরেখা আর
সময়ের শিহরণ চলেছে চঞ্চল কপোত মননে,নিজ্ঝুম
রাত বেড়েছে ভৌগোলিকভাবে
তুমি তখনো কালো রঙে পিছন জড়িয়েছো,অথচ তারও
ভিতরে আবছা ফুলের সমারোহ, আস্তে আস্তে
উঠে চলেছে রতি
মদন রংয়ের ফুল এবং অসভ্য
চোখের আবদার
তুমি একবার সামনে হয়ে তাকাও,নাতিশীতোষ্ণ শরীর পরিমাপ ছেড়েছে; আমি এবার
মুক্ত করি পথ…