কবিতায় অন্নপূর্ণা দাস

সোনার বাংলা
সোনার বাংলা তোমায় নিয়ে গর্ব করি
পৃথিবীতে ভাষা নিয়ে দেশ গঠিত হয়
তা আমার বাংলা ভাষা
ছাত্রদের দূর্নীতির বিরুদ্ধে আন্দোলন
সত্যিই শিক্ষনীয় ছিল
তবুও কোথায় যেন অসাধুতা সব আদর্শ মুছে দিল
আবার জেগে ওঠে বাংলা
নতুন শিক্ষা নিয়ে
ধর্ম নিয়ে দেশ নয়
সংখ্যালঘু নিয়ে দেশ নয়
দেশ গঠিত ভূমিপুত্র নিয়ে
হ্যাঁ, এটি নতুন শিক্ষা সব দেশের কাছে শিক্ষনুরাগী
জননীর ভূমিপুত্র সে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, সংখ্যালঘু….
যেইখানে থাকুক না কেন,
যে দেশের বাসিন্দা হোক না কেন,
ভূমি পুত্রের অধিকার ভূমি উপর থাকবে
তাইতো একটা আদর্শ হওয়ার শিক্ষা পাই
দেশ এবং ভূমিপুত্র এগিয়ে যাবে
বিশ্বের দরবারে নতুন পথ নিয়ে
আগামী বাংলাদেশে এটাই গ্রহণ করবে
কারণ বাংলাদেশ বর্বরতা কখনো গ্রহণ করে না
বাংলাদেশের আন্দোলন গতি পরিবর্তন অতীতে করে ছিল এবং আগামীতে করবে
তাইতো জন্মভূমি এবং ভূমিপুত্র অধিকার প্রতিষ্ঠিত হবেই হবে….