কবিতায় অজয় দেবনাথ

অস্তরাগে নয়
তবে তুমি সুবিধা মতোই এসো
চাইলে ঝিনুকের খবর নেব, আর বাকি যা তুমি চাও
জন্ম থেকে মৃত্যু, যযাতির উপাখ্যান থেকে শঙ্খিনী…
তারপর তোমার পালা, কিন্তু কীই-বা দেবে আমায়!
সূর্যোদয় থেকে দিগন্ত… রাত-আকাশের চাঁদ সবই তো আছে
একটা চুমুই নাহয় দিয়ো শুধু…
যেখানে নদী সাগরে মিশে ভেঙে দেয় সময়ের সীমা শঙ্খচিল বারে বারে উড়ে উড়ে আসে, পাখির কূজনে ভালো হয় মন
জানি জেতার জেদ সহজে ছাড়বে না
অবুঝ মন বাঁধা থাকবে নিভৃতে, মুক্তো লুকিয়েই রাখতে চাইবে ঝিনুকে
তবে যাও তুমি, আর এসো না।