T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় অভীক দাস

জনকণ্ঠ
সংগ্রামী জনতার হুঙ্কার,
রক্ত খচিত পতাকা উত্তোলন!
দিগন্তের লাল সূর্য,
বিভীষিকাময় অধ্যায়ে আন্দোলন।
একটি নিথর দেহের কলঙ্কে,
বিচ্ছেদের স্তবকে প্রত্যয়,
উন্নয়নের জয়দ্রথে,সেজেছে রাজপথ,
রাষ্ট্রীয় প্রচার মিথ্যায়।
নিঃশব্দের রাতে শরীর,
থেকে গড়িয়ে পড়ে কালঘাম!
বদ্ধ ঘরে নারকীয় উন্মাদনায়,
যবনিকায় হচ্ছে গোলাম।
হতাশার অন্ধকারে হারিয়ে যাওয়া,
টেক্কায় দেওয়া কিস্তিমাত!
অশ্রু গড়ানো মানবতায়,
ইতিহাস পরম্পরায় অন্তর্ঘাত।
প্রখর গনতন্ত্রের দাবদাহে জন্মানো,
জনকণ্ঠে আজ অঙ্গীকার!
শিক্ষার মাটিতে,ইঁটের দেওয়ালে ফাটল,
স্তম্ভেরা করছে হাহাকার।
অন্তঃসারশূন্য নীতিশাস্ত্রে,
জটিলতায় ভিক্ষার সোপান!
মূর্খের স্বর্গে না পাওয়া লাজ,
অলিগলির অন্দরে কলতান।।