T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় অনুরাধা দেব

আগুন হয়ে ওঠো
দুই চোখ যেন ধূ-ধূ মরুভূমি
আগুনের হল্কা আর তপ্ত বালি,
একফোঁটা জল নেই আজ, চোখের কোণে
আর্দ্রতাও হয়েছে মরীচিকা।
অনেক তো হলো স্নেহ – মমতার সিঞ্চন!
এবার হোক নির্মমতার জয়গান।
সেই আদিম কাল থেকে নারী দিয়েছে আশ্রয়
পুরুষকে, শান্তি ও ভালোবাসার।
নারী সাজিয়েছে সংসার, বুনেছে ধান
করেছে সন্তান প্রতিপালন
তবু যুগে যুগে তাকে হতে হয়েছে ছিন্নভিন্ন
লাঞ্ছিত, অপমানিত। কেন? কেন?
আজও নারী কি পেলো তার প্রাপ্য অধিকার?
সময় এসেছে এখন রুখে দাঁড়ানোর।
সম্মান আদায়ে হতে হবে বদ্ধপরিকর
স্নেহের পরশ নয়, মুষ্ঠিবদ্ধ হাত তোলো এবার,
দাউদাউ আগুন হয়ে ওঠো… লেলিহান শিখায়
ঝলসে দাও, অসম্মানের দৃষ্টি।
ঈশ্বর তোমাকে দিয়েছেন সৃষ্টির অধিকার
তোমার হাতেই আছে ধ্বংসের হাতিয়ার।