T3 || ঘুড়ি || সংখ্যায় অভীককুমার দে

চেতনপাখির ডানায়

শূন্যসুন্দর ঘুড়ি হাতে
আমি, আমাকে ওড়াই
আমাকেই দেখি-

চেতনপাখির ডানায়
রোদের ভার
তার নিচে আলোকিত পৃথিবী।

আলো যদি পৃথিবীর বুকে
তবে পালিয়ে বেড়ানো কেন !

আলো আর পৃথিবীর পথে
শূন্য না কি অন্ধকার ?

মাটি- বায়ু- জল
নাটাই থেকে সুতো,

আমি শূন্যসুন্দর ঘুড়ি হাতে
আলোর কাছে পথ খুঁজি
পথের কাছে আলো।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।