কবিতায় অন্নপূর্ণা দাস

এলিট আন্দোলন
চারিদিকে আন্দোলন চলছে
নানা মুনি নানা কথা বলছে
প্রশ্ন অনেক মনের মধ্যে দানা বাঁধছে
তুমি বলছো এটি এলিট আন্দোলন?
কখনো কি ভেবে দেখেছ
আন্দোলন ছড়া কোন কিছু পরিবর্তন হয়েছে কি?
ব্রিটিশ শাসনের আদানপ্রদান রাজনীতি থেকে স্বাধীনতা অর্জন….
তাহলে এখানে কেন নয়!
সবাধান বার্তা জনগণের
ইহা মোটেই ছোট নয়
আজ যারা শান্ত প্রকৃতির তাদের ভুলেও অশান্ত কর না।
তারা যদি একবার অশান্ত হয়
তখন কিন্তু নতুন রাজনীতির পাঠ পড়াবে
তাদের দূর্বল মনে কর না
হয়তো বলতে পারো আমায় হিউমের পোকা মাথায় নড়াচড়া করে।
তবুও বলব সাবধান
জনগণের ধৈর্য্যের পরীক্ষা নিও না
এলিটের ঘরে যদি এই অবস্থা
তাহলে মাটি তলায় থাকা মানুষ তো বোবাবাক্স
তাই এলিট বলে মার্ক করে দিও না
জনগণের জাগরণ শুভ শক্তির আগমন
তাইতো আমি ঠাকুর দেখব, বিরিয়ানি খাব
প্যান্ডেল প্যান্ডেল ঘুরে বেড়াবো
দেবী শক্তিকে আরও আরও করে আহবান করবো
আমায় শক্তি দাও মা
আমি যেন জাগরণে জেগে থাকি….