T3 || স্তুতি || শারদ বিশেষ সংখ্যায় অন্নপূর্ণা দাস

খামখেয়ালী মন
খামখেয়ালী মন শুধুই করে জালাতন
অসহায় আমি কাজে দিই কৈফিয়ত
সে শুধু আরে আরে দেখে
আর মাঝে মাঝে হিন্দিতে বলে
কেয়া বাত, কেয়া বাত…
বুঝি না তার অর্থ
আমি যে বিপর্যস্ত
নেই যে শ্বাস ফেলার সময়
তবুও সে দাঁড়ায়
মুচকি হেসে আবারও বলে
কেয়া বাত, কেয়া বাত…
রাগে গজগজ করি
নিজের ওপর নিজেই
অন্তর থেকে সে আবারও বলে
কেয়া বাত, কেয়া বাত….
হয়েছে শুরু অভ্যাসের যোগ
যেমন কর্ম, তেমনি ফল
তাইতো বলি সংযত চিত্ত
আনন্দ নিত্য সাফল্যের রহস্য
সদাই হাস্য উজ্জ্বল শান্তির সহ বাসস্থান।