কবিতায় অন্নপূর্ণা দাস

আত্মবিশ্বাস
একটা আত্মবিশ্বাস চাই
আত্মবিশ্বাস….
যে কাজ করবে
অথবা যে চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যেতে চাই
তার ওপর একটি আত্মবিশ্বাস থাকা চাই
তাহলে আত্মপ্রকাশ তোমার হবেই হবে
এ তো গেল নীতিবাক্যের কথা
কিন্তু তা ব্যক্তিগত জীবনে প্রয়োগ করা খুব কঠিন
তবে মানুষ কি চেষ্টা করবে না!
নিশ্চয়ই চেষ্টা করবে
এই নবমীতে একজন মা তার সন্তানদের নিয়ে গটগট করে হেঁটে চলেছে ঠাকুর দেখতে।
পেছন পেছন তার সন্তানরা মায়ের সাথে দৌড়াতে দৌরাতে….
সে মায়ের আত্মবিশ্বাসী হাঁটা প্যান্ডেলে বসে দেখে রূপকথা।
অবাক হয়ে ভাবতে থাকে….
মা যদি উদ্যমী হয়
তাহলে সন্তান তো হবেই
তাইতো মাকে এগিয়ে যেতে হবে
মাকে প্রথমে মনে মূল্যবোধের শিক্ষা গ্রহণ করতে হবে;
কারণ মা তো সন্তানের প্রথম শিক্ষা গুরু
যা সন্তান অনুসরণ করে।
প্রকৃত মা ….
কোন পাতানো মা নয়
সেই মা সারদার কথা…
তাহলে দেশে দুষণমুক্ত পরিবেশ গড়ে উঠবে।