সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে অভিজিৎ চৌধুরী (পর্ব – ২৭)
by
·
Published
· Updated
না মানুষের সংসদ
পল্টনদাও এগিয়ে এলো । বলল –
মাতা দিয়া খেলস তুই । আমাগো পোলাপান গুলানের মাতায় গুবর পোড়া ।
কান্তুদা বলল –
মৃণালের তুই ভাই হোস !
শ্রোত্রিয় বলল,
খুড়তুতো দাদা । আমরা কোলকাতায় একই বাসাবাড়িতে থাকতাম । কলেজ স্ট্রীটে ।
কান্তুদা বলল –
সামনেই একটা ট্রায়াল ছিল । জেলার টিমের কিন্তু তুই তো আবার ভাল ছেলে । পায়ে লাগলে পরীক্ষার ক্ষতি হবে তোর ।
পল্টন-দা এবার ডাক দিল কান্তুদাকে ।
কান্তু – যাবি না !
কোথায় ?
ভুলে গেলি ! গলাকাটার মাঠে সন্ধেবেলা বক্সিপুরের সন্নেসি আইতাছে ।
বাউল গান আমার ভালো লাগে না পল্টন, খুব চেঁচায় ।
কি কস তুই ! পূর্ণদাস বাউল হালায় বিদেশেও যায় ।
কান্তু–দা অসহায়ের মতন বলে,
বক্সিপুরের সন্ন্যাসির গলায় মিঠে ভাব খানিকটা আছে কিন্তু আমি যাব ‘আলমগীর’ দেখতে । শেখরকুমার অভিনয় করবেন ।
ইতিহাসে আছে কিডা কান্তু । রাজা-বাদশার ঢ্যামনাগিরি । আহা রে – রামপ্রসাদ কইছিল না – অমন মানব জমিন রইল পতিত . . . . .
কান্তু-দা হেসে বলল,
কি-রে ভুলে গেছিস – তারপর ডট ডট ডট ।
পল্টন হেসে বলে –
হালায় ভুইল্যা যাইতেছি । ক-না তুই অনে ।