T3 || লক্ষ্মী পুজো || সংখ্যায় অরুণিমা চ্যাটার্জি

এসো মা লক্ষ্মী
বিশ্বাসে মিলায় বস্তু
তর্কে বহুদূর!
মা লক্ষ্মী থাকেন এখন
দূর অচিনপুর।
নিয়ম-নীতি মূল্যবোধে
দারুণ খরা আজ,
অভিমানী মা যে আমার
চক্ষু সজল লাজ।
ভোগ প্রসাদে ভক্তি কোথায়?
মা যে খোঁজেন হেথায় হেথায়!
লক্ষ্মী মায়ের আরাধনা,
মিথ্যে যত বিত্ত বাসনা।
লক্ষ্মী হয়ে লক্ষ্মী মাগো
মা কি কভু একার কারো?
উল্টো পুরান গাইছি আজি,
ধনীর ঘরে লক্ষ্মী নাকি
অচঞ্চলা, চিরস্হায়ী!
তাইতো আজি
মা কে আমি,
মুক্তি দেবো সবার তরে,
ধনধান্যে পুষ্পে এবার
ভরে উঠবে সবার ঘরে।
সুন্দর