T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় অনির্বাণ চট্টোপাধ্যায়

ফিরে দেখা
সুভাষ মুখোপাধ্যায়, সরোজদত্ত,বীরেন চট্টোপাধ্যায়ের
কিংবা লোরকা,হিকমত, মোলায়েজ
আমাদের নবারুণ ভট্টাচার্যরা
কবিতা লিখেছেন কোনও পুরস্কারের লোভে নয়
তাঁরা কবিতাকে নিয়ে গিয়েছিলেন
রাজদরবার থেকে লাঞ্ছিত, বঞ্চিত, অত্যাচারিত মানুষের দোরগোড়ায়
আকাদেমি, রবীন্দ্র, বঙ্কিম, পুলিৎজার,এমন সব পুরস্কারের তোয়াক্কাও করেননি
এখনকার অধিকাংশ কবি চেষ্টা করেন,কোন পথে গেলে, কোন দাদাকে ধরলে
তাড়াতাড়ি রাজবৃত্তের অংশ হওয়া যায়
বছরে দুশো টি কবি সম্মেলনে কবিতা পড়া যায়
খাস রাজদরবারে র পত্রিকা গুলিতে প্রতিবাদহীন, পরাবাস্তববাদী দু চারটি কবিতা লেখা যায়
হায় ভার্জিল এই আপনার স্বপ্ন ছিলো!
কবিরা রাজার দালালি করবে…..