আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ অলক্তিকা চক্রবর্তী

‘আজি বসন্ত জাগ্রত দ্বারে…’
বুকের আকাশে উড়াল…
চেয়েছি সুগন্ধি পালক
দুধসাদা হংসবলাকা
আগুনরঙা পদ্মপলাশ
মোম গলে যাওয়া আদরের বিনির্মাণসূচী
মুগ্ধবোধ শব্দে কান পাতি
নশ্বর বাতাসের মুক্তির লক্ষ্যে
ব্যাকরণ লঙ্ঘন করে তবু
কেউ হাতে তুলে দেয়নি সবটুকু
আজ হঠাৎ দেখি
দখিনা বাতাসে টুপটাপ দুচারটি ঝরে পড়া পলাশ তোমার ওই বেসামাল চুলে…মুখে…চোখে…
হেরে যাওয়া ভালোলাগায় বিগলিত
‘বিমুগ্ধ’ শব্দের কাছে নতজানু
চেতনা জুড়ে শুধু আলো আর আলো….